চন্দ্রকোনায় ১১ ফুটের পাইথন উদ্ধার, এলাকায় আতঙ্ক, দেখুন বিশালাকার সেই পাইথনের ভিডিও

 
  • চন্দ্রকোনায় পাইথন উদ্ধার
  • ১১ ফুট লম্বা পাইথনের দেখা মিলল
  • উদ্ধার করল বন দফতরল 
  • আতঙ্কিত স্থানীয় মানুষ

Share this Video

বিশালাকার পাইথনের দেখা মিলল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ১ নম্বর ব্লকের ৩ নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েতের কঙ্কাবতী খালের ধারে প্রায় ১১ ফুট লম্বা পাইথনটিকে দেখতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাইথনটিকে উদ্ধার করতে দাসপুরের সুলতাননগর থেকে আসেন বনদফতরের কর্মীরা। ১০ কেজি ওজনের পাইথনটিকে চন্দ্রকোনার ধামকুড়ার জঙ্গলে ছেড়ে দেবে বনদফতর। তার আগে পাইথনটির শারীরিক পরীক্ষা করা হবে। এদিকে বিশালাকার পাইথনের খবরল পেয়ে সেটিকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা।

Related Video