রামপুরহাট কাণ্ডে মমতাকেই বিঁধলেন সেলিম, ছাড়লেন না মোদিকেও

বুধবার সকালে রামপুরহাটের বগটুই পৌঁছলেন মহম্মদ সেলিম। রামপুরহাটে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সেলিম। পুরো ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। মমতার পাশাপাশি মোদিকেও বিঁধতে ছাড়েননি তিনি। সিআইডি এবং সিবিআই-এর দিকেও আঙুল তোলেন তিনি। সিআইডি এবং সিবিআই-এর মধ্যে কোনও তফাত নেই, বললেন সেলিম।

/ Updated: Mar 23 2022, 12:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তৃণমূল (Trinamool) নেতা ভাদু শেখ-এর খুনের পর এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ঝলসানো দেহ উদ্ধারের পর অগ্নিগর্ভ পরিস্থিতি রামপুরহাটে (Rampurhat)। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল বঙ্গ রাজনীতি (politics)। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপে। সেই সঙ্গে তৃণমীলের দিকেই আঙুল তুলেছে সিপিএমও (CPM)। বুধবার সকালে রামপুরহাটের বগটুই পৌঁছলেন মহম্মদ সেলিম (Mohammad Selim)। রামপুরহাটে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধলেন সেলিম। পুরো ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। মমতার পাশাপাশি মোদিকেও বিঁধতে ছাড়েননি তিনি। সিআইডি এবং সিবিআই-এর দিকেও আগুন তোলেন তিনি। সিআইডি এবং সিবিআই-এর মধ্যে কোনও তফাত নেই, বললেন সেলিম। মঙ্গলবারেও তিনি বলেন, তৃণমূলই এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পিছনে সিপিএম এর জয়ের কারণকেই তুলে ধরেছিলেন তিনি। বুধবার সেখানে গিয়ে আরও একবার তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিঁধলেন তিনি।