'তৃণমূলকে বদনাম করতেই আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে', দাবি আনারুল-এর
রামপুরহাটের ঘটনায় অভিযোগ উঠেছে আনারুল হোসেন-এর বিরুদ্ধে। তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন। আনারুল হোসেন দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে তিনি জানিয়েছেন, তৃণমূলকে বদনাম করা হচ্ছে।
আগুন (fire incident) লাগিয়ে দেওয়ার ফলেই মৃত্যু হয়েছে আট জনের। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মন্তব্যকে নস্যাৎ করে একথা জানালেন তৃণমূলের রামপুরহাট (Rampurhat) ১ ব্লক সভাপতি আনারুল হোসেন। প্রসঙ্গত, ভাদু শেখ খুনের পরেই খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আনারুল হোসেন। তিনি সেখানে বার বার শান্তির বার্তা দেন। কিন্তু রাত গড়াতেই গ্রামে অশান্তি নেমে আসে। মৃত্যু হয় একাধিক মানুষের। মৃতদের পরিবারের অভিযোগ ব্লক সভাপতি আনারুলের নির্দেশেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গ্রামে। ভাদুর খুনের সঙ্গে যারা জড়িত তারাই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে তাঁর অভিযোগ। তৃণমূলকে বদনাম করতেই এই ঘটনা ঘটিয়েছে বলেও দাবি তাঁর। তবে পুলিশের আরও তৎপর হওয়া উচিত ছিল। এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সকলেই ভাদু শেখ ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। তবে আনারুল বারবার বলেছেন 'তৃণমূলকে বদনাম করতেই তাঁর নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে'।