বগটুই-এ সিবিআই, রামপুরহাট কাণ্ডে শুরু তদন্ত

রামপুরহাট কাণ্ডে শুরু সিবিআই তদন্ত। শনিবার বগটুই গ্রামে যান সিবিআই আধিকারিকরা। বগটুই গ্রামের মিহি লাল শেখের অগ্নিদগ্ধ বাড়িতে যায় সিবিআই। ঘটনাস্থল থেকে এদিন নমুনা সংগ্রহও করেন কেন্দ্রীয় ফরেনসিক দল। প্রত্যক্ষদর্শীদের নামের তালিকাও তৈরি করেছেন সিবিআই আধিকারিকরা।

/ Updated: Mar 26 2022, 05:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রামপুরহাট (Rampurhat) কাণ্ডে শুরু সিবিআই তদন্ত (CBI investigation)। শনিবার বগটুই গ্রামে যান সিবিআই আধিকারিকরা। বগটুই গ্রামের (Bogtui village) মিহি লাল শেখের অগ্নিদগ্ধ বাড়িতে যায় সিবিআই (CBI)। ঘটনাস্থল থেকে এদিন নমুনা সংগ্রহও করেন কেন্দ্রীয় ফরেনসিক দল। প্রত্যক্ষদর্শীদের নামের তালিকাও তৈরি করেছেন সিবিআই আধিকারিকরা। বগটুই গ্রামে সিবিআই এবং ফরেনসিক টিম,অপরদিকে রামপুরহাট থানাতে সিবিআই সেই সঙ্গে তারাপীঠ (Tarapith) থানাতেও। থানাতে তদন্তের জন্য নথি, এফআইআর কপি, সমস্ত কিছুই পুলিশের (police) থেকে সিবিআই তদন্তের জন্য নিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার প্রত্যক্ষদর্শীদের নামের তালিকা তৈরি করছে। পুলিশ রামপুরহাট কাণ্ডে যে ২২ অভিযুক্তকে গ্রেফতার করেছে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে এমনকী নিজেদের হেফাজত নিতে পারে। ৩০ জন সদস্যর সিবিআই টিম কাজ করছে। তিন ভাগে বিভক্ত হয়ে কাজ তাঁরা রামপুর কাণ্ডর তদন্ত চালাচ্ছে।