'মার ডালা' গানের সঙ্গে নেচে চলেছেন মহিলা, আর সমানে টাকা ওড়াচ্ছেন তৃণমূল নেতা
মুজরার আসরে তৃণমূল নেতার টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল (Viral Video)। এই তৃণমূল নেতার নাম প্রদীপ ভক্ত (Viral Video Of TMC Leader Pradeep Bhakt), পাল্টা অভিযোগ এনেছেন তিনি। প্রদীপ ভকত বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Birbhum TMC Leader Pradeep Bhakt)। প্রদীপের দাবি কবে এই ভিডিও কে তুলেছে জানা নেই।
বাজছে গান। হচ্ছে জোর নাচ। লাল-লেহেঙ্গায় সেজে থাকা সুন্দরী। ঘর জুড়ে গমগম করছে মার ডালা। যেন সঞ্জয়লীলা বনশালীর আস্ত দেবদাসটাই এই ঘরে বিরাজ করেছে। বলতে গেলে বনশালীর দেবদাসের-এর এক আদর্শ বাস্তব চিত্রপট। আর যিনি এই আসরের মূল হোতা! তিনি- আর কেউ নন প্রদীপ ভকত। স্থানীয়রা তাঁকে বাবলু নামেই বেশি চেনে। তিনি আবার ডাকসাইটে হোমরাচোমরা তৃণমূল নেতা। বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। ভিডিও-তে দেখা যাচ্ছে যে নৃত্যরত মহিলার উপরে সমানে টাকার বর্ষণ করছেন তিনি। প্রদীপ ভকতের এই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। রাজনৈতিক মহলও এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিষয়টিতে নিন্দা প্রকাশ করেছে। তবে, প্রদীপ ভকতের দাবি, এই ভিডিও কবেকার এবং কে তুলেছে তা তাঁর জানা নেই। তিনি আরও জানিয়েছেন যে, মাস তিনেক আগে তাঁর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে নাচ-গানের জন্য অর্কেস্ট্রা ভাড়া করা হয়েছিল। তাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে এমন নাচ-গান স্বাভাবিক বলেও দাবি করেছেন প্রদীপ ভকত। তাঁর পাল্টা অভিযোগ, কিছুদিন আগে বীরভূমের মুরারই গ্রামে একটি রাজনৈতিক ঝামেলা হয়। সেই ঘটনার জের টেনে রাজগ্রামের কিছু মানুষ তাঁকে নাকি বদনাম করতে এই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট করে দিয়েছে। প্রদীপ ভকতের এমন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে তবে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তৃণমূল কংগ্রেস। তবে, বিরোধী রাজনৈতিক দলগুলি অপসংস্কৃতির অভিযোগে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে।