পার্টি অফিসে জমজমাট বার্থডে সেলিব্রেশন রাজ-এর, কাটলেন একাধিক কেক

পার্টি অফিসে জমজমাট বার্থডে সেলিব্রেশন রাজ চক্রবর্তী-র। পার্টি অফিসেই রাজ কাটলেন কেকও। তিন তিনটে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন রাজ। সেখানে ছিল পায়েস থেকে শুরু করে ফুল এবং উপহারও। ফুল নিয়ে পোজ দিয়ে তুললেন ছবিও।

Share this Video

জন্মদিন সবার কাছেই খুব স্পেশাল। সবাই চায় এই দিনটা বিশেষভাবে পালন করতে। সোমবার ছিল রাজ চক্রবর্তীর জন্মদিন। রাজ চক্রবর্তীর জন্মদিনে ছিল বিশেষ আয়োজন। এদিন পার্টি অফিসে জমজমাট বার্থডে সেলিব্রেশন রাজ চক্রবর্তী-র। পার্টি অফিসেই রাজ কাটলেন কেকও। একটা নয় তিন তিনটে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন রাজ চক্রবর্তী। সেখানে ছিল পায়েস থেকে শুরু করে ফুল এবং উপহারও। সেখানে এক চামচ পায়েসও মুখে দিতে দেখা গিয়েছে তাঁকে। ফুল নিয়ে পোজ দিয়ে তুললেন ছবিও। এদিন তবে যে পার্টি অফিস ছাড়াও তাঁর জন্মদিনের বিশেষ প্ল্যান ছিল তা বেশ বোঝা গিয়েছে। রাজ চক্রবর্তীর জন্মদিন বিশেষ ভাবে সেলিব্রেট করেছেন শুভশ্রী। বাড়িতে বিশেষ আয়োজন ছিল রাজ চক্রবর্তীর। সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে ছবিও দিতে দেখা গিয়েছে শুভশ্রীকে। রাজের জন্মদিনকে ভ্যালেনটাইন্স ডে বলে একটি পোস্ট করতে দেখা গিয়েছে শুভশ্রীকে।

Related Video