কোথায় ভোট, স্ত্রীকে দেখিয়ে বিপাকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, দেখুন ভিডিও

  • বিতর্কে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকার
  • স্ত্রীর ভোটদানের সময় প্রভাবিত করার অভিযোগ
  • নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের
     

/ Updated: Nov 25 2019, 04:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোথায় ভোট দিতে হবে, ইভিএম-এর সামনে দাঁড়িয়ে স্ত্রীকে তা দেখিয়ে দিলেন বিজেপি প্রার্থী। উপনির্বাচন চলাকালীন এমনই কাণ্ড ঘটিয়ে বিতর্কে জড়ালেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকার। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তা প্রিসাইডিং অফিসারকে জানানো হয় তৃণমূলের তরফে। তাঁদের অভিযোগ, নিজের স্ত্রী হলেও এভাবে তাঁকে প্রভাবিত করতে পারেন  না বিজেপি প্রার্থী। তৃণমূলের অভিযোগকে গুরুত্ব না দিয়ে বিজেপি প্রার্থীর অবশ্য দাবি, বরাবরই তাঁরা এভাবে ভোট দিয়ে আসেন। তিনি যখন ভোট দিচ্ছিলেন,তখন তাঁর স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় পরে ৮৬ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার শিশির রঞ্জন শিকারিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থী কমল সরকারকেও শোকজ করা হয়েছে।