'দিদির হিন্দির জন্য অখিলেশের দোকান বন্ধ হল', মমতাকে কটাক্ষ দিলীপ-এর
উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন মমতা। সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশে প্রচারেও গিয়েছিলেন তিনি। বিজেপি-র জয়ের পর এবার মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষ-এর। 'দিদির হিন্দির জন্য অখিলেশের দোকান বন্ধ হল'- দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য দিলীপের।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, ঘাটাল সাংগঠনিক বিজেপির জেলা পার্টি অফিসে কর্মী সম্মেলনে এসে উত্তরপ্রদেশে নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,"দিদিমণি উত্তরপ্রদেশে নির্বাচনের প্রচারে ওখানে গিয়েছিলেন, হাথরাসের গল্প বলেছেন। কিন্তু সেই দুই জায়গায় বিজেপি সবকটা ভোট এগিয়ে আছে। এখান থেকে দিদিমণি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন। তবে পঞ্জাবে হারের বিষয়ে দিলীপ ঘোষ বলেন, 'পাঞ্জাবে প্রথমবার বিজেপির নেতৃত্ব নির্বাচনে লড়া হয়েছিল। মানুষ ভোট দিয়েছেন। কংগ্রেস ওখানে যেভাবে এত দিন রাজত্ব করেছে। কংগ্রেস বরাবরের জন্য পারিবারিক রাজনীতি করে এসেছে। বারবার মুখ্যমন্ত্রী বদল ইত্যাদি,যে মূল সমস্যা গুলো পাঞ্জাবে। সেগুলোর কোনো সমাধান হয়নি।তাই সাধারন মানুষ দিল্লিতে যেভাবে এক্সপেরিমেন্ট করেছে। একবার আপকে দিয়ে এক্সপেরিমেন্ট করছে। আমার মনে হয় কংগ্রেসের যে ট্রেডিশনাল পলিটিক্স করছে। পরিবারবাদ চালাচ্ছে সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ভারতবর্ষের যত দুর্নীতি বিচ্ছিন্নতাবাদ এই সবগুলোর জন্ম দিয়েছে কংগ্রেস।' তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, আমরা লাড্ডু খাবো ওনারা এই সুযোগে লজেন্স খেতে পারেন।'