'১১ কোটি টাকা! যেখানে হাত দিচ্ছে, টাকা পাচ্ছে' দিলীপ ঘোষের কটাক্ষ রাজ্যকে
Jan 13 2023, 01:41 PM ISTবুধবার জাকির হেসেনের তেলকল, চালকল, বিড়ির গোডাউন, অফিসে অভিযান চালায় আয়কর দফতর। জাকির হোসেনের একটি অফিস থেকে পাওয়া যায় ৯ কোটি টাকা। এরপরই তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।