দুষ্কৃতি হামলায় আহত বিজেপি নেতা, ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে
- বিজেপি নেতা কনিষ্ক পান্ডার ওপর দুষ্কৃতি হামলা
- নন্দীগ্রাম কলেজ মোড়ে ঘটে এই ঘটনা
- একটি প্রোগ্রাম থেকে বেরনোর সময় চলে হামলা
- ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে
বিজেপি নেতা কনিষ্ক পান্ডার ওপর দুষ্কৃতি হামলা। নন্দীগ্রাম কলেজ মোড়ে একটি প্রোগ্রামে থেকে বেরনোর পর বিজেপি নেতা কনিষ্ক পান্ডার ওপর চলে হামলা। হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ, আকস্মিক ভাবে হামলা চালায় তৃণমূলের একদল দুষ্কৃতি। আহত অবস্থায় কনিষ্ক পাণ্ডাকে তমলুকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর খেজুরির জনসভার আগে থেকেই উত্তপ্ত হতে থাকে কাঁথি। দু'জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলাও হয়। বেশ কয়েকজন আহত হন সেই ঘটনায়। এরপর ফের ফ্লেক্স ফেস্টুন ছেঁড়া ঘিরে উত্তেজনা ওঠে চরমে। তার প্রতিবাদ জানিয়ে গাছের গুড়ি ফেলে বিজেপি কর্মী সমর্থকেরা পথ অবরোধে সামিল হন দেশপ্রান ব্লকের বাইজাপুর স্ট্যান্ডে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিজেপি নেতার ওপর হামলা। কার্যত এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন এমনই অভিযোগ বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর।