'মুখ্যমন্ত্রীকে ঘরে লকডাউন করে রাখবেন মানুষ', হুঁশিয়ারি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের

  • করোনা মোকাবিলায় রাজ্যে সাপ্তাহিক লকডাউন
  • লকডাউন জারি থাকবে ৫ অগাস্ট
  • সেদিন অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো
  • বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মুখ্যমন্ত্রী

/ Updated: Aug 03 2020, 08:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'যদি মনে করেন, লকডাউন করে ভগবান রামকে ঘরে আটকে রাখবেন, তাহলে মুখ্যমন্ত্রী ঘরে লকডাউন করে রাখবেন বাংলার মানুষ।' পুরুলিয়ায় দলের কর্মসূচিতে যোগ দিতে এসে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। 

অপেক্ষা মাত্র দু'দিনের। বুধবার অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ভূমি পুজো করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ রাজ্যেও বিজেপি কর্মী-সমর্থক উৎসাহ-উদ্দীপনাও কম নয়। বিভিন্ন সতীপীঠ ও সিদ্ধপীঠ থেকে জল-মাটি-যজ্ঞের ভষ্ম পাঠানো হচ্ছে অযোধ্যায়। কিন্তু যে দিন রাম মন্দিরের ভূমি পুজো হবে, সেদিন রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দিন ধার্য করেছে সরকার। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়াই শুধু নয়, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, 'রাম মন্দিরের পুনর্নির্মাণকে কেন্দ্র করে রাজ্যে যদি অশান্তি হয়, তাপ দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। মানুষের পাশে থাকবে বিজেপি।' এরইমধ্যে আবার করোনায় আক্রান্ত হয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে এদিন পুরুলিয়া রঘুনাথপুরের মৌতর কালী মন্দিরে পুজো দেন রাজু।  এরপর পুরুলিয়া শহরে বিজেপি কার্যালয়ে রাখি উৎসবে যোগ দেন। করেন সাংগঠনিক বৈঠকও