রামপুরহাট নিয়ে উত্তাল বিধানসভা, মমতার বিবৃতির দাবিতে ওয়াকআউট বিজেপির
রামপুরহাট কাণ্ডে (Rampurhat Incident) সত্য উদঘাটনের প্রয়োজনে ইতিমধ্যেই সিবিআই (CBI) তদন্তের (Investigation) নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টে রিপোর্ট (Report) জমা দিয়েছে রাজ্য (West Bengal Govt)। এরই মধ্যে বগটুই কাণ্ড নিয়ে ফের উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা (State Assembly)। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিবৃতি দাবি করে বিধানসভা কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা (BJP MLA)। তারপরেই তাঁরা বিধানসভায় ওয়াক আউট (Walk Out) করেন। রামপুরহাট ইস্যুতে বিধানসভায় (Assembly) আলোচনার দাবি জানিয়েছেন তাঁরা।
রামপুরহাটকাণ্ডে সত্য উদঘাটনের প্রয়োজনে ইতিমধ্যেই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। এরই মধ্যে বগটুই কাণ্ড নিয়ে ফের উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভা কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তারপরেই তাঁরা বিধানসভায় ওয়াক আউট করেন। রামপুরহাট ইস্যুতে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, শুক্রবার সকালে রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তবে এই ঘটনায় রাজ্যের গঠন করা সিট তদন্তের কাজ আর করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাটকাণ্ডের তদন্তের প্রাথমিক রিপোর্ট ৭ এপ্রিলের মধ্যে জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।