তৃণমূল নেতাদের লাথি মেরে কালীঘাটে পাঠানোর নির্দেষ বিজেপি সাংসদের, এক নজরে দেখে নিন সেই ভিডিও
- তৃণমূলের নেতারা গ্রামে এলেই লাথি মারার নির্দেষ বিজেপি সাংসদের
- রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশেও কুরুচিকর মন্তব্য করেন তিনি
- মঙ্গলবার সন্ধায় বাঁকুড়ায় একটি সভায় বক্তব্য রেখে এমনটাই বলেন তিনি
- সেখানে আর কি বলেছেন তিনি, এক নজরে দেখে নিন সেই ভিডিও
তৃণমূল ও বিজেপি, এই দুই দলের তরজা যেন শেষই হচ্ছে না। কখনও বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল করছে মন্তব্য আবার কখনও এই করছে তৃণমূল। এবার আবারও তেমনই এক ঘটনা ঘটল বাঁকুড়ায়। সেখানে তৃণমূলকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। সেখানে তৃনমুলের নেতারা গ্রামে গেলেই লাথি মারার নিদান দেন তিনি। শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে কুরুচিকর মন্তব্য করে বসেন তিনি। মঙ্গলবার রাতে বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া বাসস্ট্যাণ্ডে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষাতেই নাটকীয় ভঙ্গিতে প্রকাশ্যে নানান মন্তব্য করেন তিনি। এছাড়াও তৃণমৃলের গ্রামে চলো অভিযান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার উদ্দেশে বলেন 'বাঁকুড়ার মন্ত্রী গ্রামে চলো শুরু করেছেন। গ্রামের মানুষ কেউ পাত্তাই দিচ্ছেন না। পারলে একটা চাঁটি মেরে দেবো। আবার জেলার তৃনমুল নেতারা গ্রামে গেলে পিছনে লাথি মেরে সোজা কালীঘাটে পাঠিয়ে দিন বলেও বিজেপি কর্মিদের নিদান দিলেন তিনি। চুপ করে থাকেনি তৃণমূলও। একজন উচ্চ শিক্ষিত সাংসদের মুখে রাজ্যের মুখ্য মন্ত্রীর উদ্দেশ্যে এই ধরনের কুরুচিকর মন্তব্য শোভা পায় না। পাল্টা হুশিয়ারি দিয়ে তৃণমূল জেলা সভাপতি।