'মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানি', বিষ্ণুপুরে ঢুকেই তীব্র আক্রমণে সাংসদ সৌমিত্র খাঁ, দেখুন ভিডিও
- বিষ্ণুপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা
- নিশানা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
- মুখ্যমন্ত্রীকে 'দস্যু' এবং 'চোরের' রানি বলে আক্রমণ
- আদালতের নির্দেশে ভোটের পরে বিষ্ণপুরে সাংসদ
আদালতের নির্দেশে বিষ্ণুপুরে নিজের সাংসদ এলাকাতে ঢুকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন সৌমিত্র খাঁ। এ দিন বিজেপি-র সদস্য সংগ্রহ অভিযানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরের রানি, দস্যুর রানি' বলে মন্তব্য করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তিনি বলেন, 'তৃণমূল করে আমি পাপ করেছিলাম। বিজেপি-তে এসে সেই পাপের প্রায়শ্চিত্ত করছি।' সমর্থকদেক উদ্দেশে বিজেপি সাংসদ বলেন, তাঁদের আসল লক্ষ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করা। সৌমিত্র বলেন, 'মানুষকে গিয়ে বলুন যে তৃণমূল কংগ্রেস লোককে ফকির করে দেয়।' প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগেই বিজেপি-তে যোগ দেন প্রাক্তন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। এর পরেই তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়। যার জেরে বিষ্ণুপুরে এতদিন ঢুকতে পারেননি তিনি। বিজেপি-র টিকিটে ফের ওই কেন্দ্র থেকে জেতেন সৌমিত্র খাঁ।
এ দিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ও। তিনি এ দিনও দাবি করেন, বিধানসভা নির্বাচনে বিরোধী দলের মর্যাদা পাবে না তৃণমূল।