'পশ্চিমবঙ্গে গেরুয়া মুখ্যমন্ত্রী হবে', মাথা মুড়িয়ে যজ্ঞ বিজেপি সাংসদের

  • তৃণমূল শাসনের অবসান চেয়ে যজ্ঞ
  • শিবের মন্দিরে যজ্ঞ করলেন বিজেপি সাংসদ
  • মাথা মুণ্ডন করলেন সাংসদ নিজে
  • আত্মরক্ষার পাঠ যুব মোর্চার কর্মীদের
     
/ Updated: Aug 17 2020, 06:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'পশ্চিমবঙ্গে গেরুয়া মুখ্যমন্ত্রী হবে।'  শ্রাবণ মাসের শেষ সোমবার মাথা মুণ্ডন করে শিবের মন্দিরে যজ্ঞ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আত্মরক্ষার জন্য দলের যুব মোর্চার কর্মীদের হাতে ত্রিশূল তুলে দিলেন তিনি।

ভক্তের বিশ্বাস, বিষ্ণুপুরের ডিহর গ্রামে ষাঁড়েশ্বর মন্দিরের শিব অত্যন্ত জাগ্রত। এদিন সাতসকালে দলের কর্মীদের নিয়ে মন্দির পৌঁছন স্থানীয় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এরপর মন্দির চত্বরেই প্রথমে ন্যাড়া হন সাংসদ-সহ বিজেপি ৯ জন কর্মী-সমর্থকরা। এরপর স্নান সেরে যজ্ঞ করেন তাঁরা। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন, 'লকডাউন জারি রামের পুজো বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব পাবেন তিনি। রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি।'