সোনা থাকে বলে গরুর দুধ হলদে, শুনুন দিলীপ ঘোষের তত্ত্ব, দেখুন ভিডিও

  • গরুর দুধে সোনা থাকে বলে দাবি দিলীপ ঘোষের
  • বিদেশি গরু নিয়েও কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি

/ Updated: Nov 05 2019, 05:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশি গরুর দুধে সোনা থাকে। আর সেই কারণেই দেশি গরুর দুধের রং হলদে হয়। শুধু তাই নয়, গরুর পীঠের ঘাড়ে কাছে কুঁজোর মধ্যেও স্বর্ণ নাড়ি থাকে। সূর্যের আলো পড়লে যেখানে থেকে সোনা বেরোয়। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর এই মন্তব্য ঘিরে রীতিমতো রসিকতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার বর্ধমানে ঘোষ ও গাভি কল্য়াণ সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন দিলীপবাবু। দিলীপবাবু বলেন, 'দেশি গরু পুষুন। বিদেশি গরু পুষবেন না। দেশি গরুর দুধে যে ঔষধি গুণ আছে, অন্য কিছুতে তা নেই। ভারতীয় গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলদে থাকে। দেশি গরুর কুঁজে পীঠে কুঁজ থাকে। সেখানে স্বর্ণ নাড়ি থাকে। সেখানে সূর্যের রোদ পড়লে সোনা তৈরি হয়।'

দিলীপ এ দিন গোপালকদের বিদেশি গরু না পোষার পরামর্শ দেন। বিদেশি গরু নিয়েও ব্যঙ্গ করেন দিলীপ। তাঁর মতে, বিদেশ থেকে আনা গরু কোনও গরুই নয়, শুধুমাত্র এক ধরনের জানোয়ার। মজা করে দিলীপ বলেন, 'যে গরু হাম্বা বলে না সেটা গরুই নয়। বিদেশ থেকে আনা গরু তো বোবা। তাই ওটা গোমাতা নয়, আন্টি! গোমূত্র, গোবর, দুধ যা যা ব্যবহার করে আমরা উপকার পাই, বিদেশি গরুর মধ্যে তার কিছুই নেই।'