হেমতাবাদে নিহত বিধায়কের বাড়িতে দিলীপ ঘোষ, শিকেয় উঠল করোনা বিধি
- হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যু
- ঘটনার পর প্রায় এক মাস পেরিয়ে গিয়েছে
- নিহত বিধায়কের বাড়িতে দিলীপ ঘোষ
- হাজারোর মানুষের ভিড়ে শিকেয় করোনা বিধি
খুন নাকি আত্মহত্যা? হেমতাবাদের বিজেপ বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে মামলা চলছে সুপ্রিম কোর্টে। ঘটনা প্রায় একমাস পর হেমতাবাদে গেলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনা আতঙ্কের মাঝেই কয়েক হাজার মানুষ রীতিমতো মিছিল করে তাঁকে নিয়ে গেলেন বিধায়কের বাড়িতে। সামাজিক দূরত্ব তো দূর অস্থ, কারও কারও মুখে মাস্কও ছিল না। বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে।
গত ১৩ জুলাই সাতসকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদে বাড়ির কাছে একটি বন্ধ দোকানের সামনে উদ্ধার হয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করেছে দুষ্কৃতীরা। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নিহত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়। সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। দিন কয়েক আগে কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। যদিও বিধায়ক আত্মহত্য়া করেছেন বলে দাবি পুলিশের। সুইসাইড নোটে সূত্র ধরে ঘটনার তদন্ত করছে সিআইডি। গ্রেফতারও করা হয়েছে দু'জনকে।