বাঁকুড়ায় উলাটপুরাণ তৃণমূলের, বিজেপি বলছে গোটাটাই সাজানো, দেখুন ভিডিও

  • বাঁকুড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
  • বিষ্ণুপুরে দলবদল ৩৮টি পরিবারের
  • তৃণমূলের দাবি মানতে নারাজ বিজেপি
  • এবার বাঁকুড়ায় দু'টি আসনেই যেতেন বিজেপি প্রার্থীরা
/ Updated: Jun 30 2019, 07:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লোকসভা ভোটে বাঁকুড়ার দু'টি কেন্দ্রেই জিতেছে বিজেপি। আর তার পর থেকেই বাঁকুড়া জুড়ে বিজেপি-র দাপট। দলে দলে তৃণমূল কর্মী, সমর্থকরাও রাতারাতি দল বদলে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এর মধ্যেই উলাটপুরাণ দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর ব্লকে। তৃণমূলের দাবি, জয়পুরের গেলিয়া ও সলদা অঞ্চলের প্রায় ৩৮টি পরিবার জয়পুর ব্লক তৃণমূল কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে।  

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা এ দিন বিজেপি থেকে আসা ওই সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন। শ্যামলবাবুর দাবি,  ভোটে ভাল ফলের পর থেকেই বিজেপি যেভাবে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে, তাতেই বিরক্ত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ওই পরিবারগুলি। বিজেপি-র অবশ্য দাবি, নিজেদের দলের সমর্থকদেরই বিজেপি-র নামে সাজিয়ে যোগদানের নাটক করছে তৃণমূল।