রেল লাইনে টিকটকের নেশা, প্রাণ গেল কিশোরের, দেখুন ভিডিও

  • চলন্ত ট্রেনের সামনে টিকটক ভিডিও-র নেশা
  • নেশার জেরে প্রাণ গেল পুরুলিয়ার কিশোরের
  • পুরুলিয়া শহরের কাছেই রবিবার মর্মান্তিক দুর্ঘটনা
  • রেল লাইনের উপর টিকটক ভিডিও করছিল চার কিশোর

Share this Video

নেশা ছিল ঝুঁকি নিয়ে টিকটক ভিডিও তৈরি করা। আর তা করতে গিয়েই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। আহত আরও এক। রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনের কাছেই। মৃত কিশোরের নাম মহম্মদ নুর হাসান আনসারি (১৫)। রবিবার পুরুলিয়া স্টেশন থেকে দু' কিলোমিটার মতো দূরে রেল লাইনের উপরেই টিকটক ভিডিও তৈরি করছিল চার কিশোর। এদের মধ্যে হাসান আনসারি নামে মৃত ওই কিশোর এর আগেও বেশ কয়েকবার ট্রেনের সামনে টিকটক ভিডিও তৈরি করেছে।

রবিবার পুরুলিয়া- চান্ডিল শাখার রেল লাইনের উপরে এই ভিডিও শ্যুট করছিল তারা। আচমকাই বরাভুম- পুরুলিয়া প্যাসেঞ্জার ট্রেনের সামনে পড়ে যায় ওই কিশোর এবং তার এক সঙ্গী। ট্রেনের ধাক্কায় দু' জনেই বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাত লাগে হাসান আনসারি নামে ওই যুবকের। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাকি দুই কিশোর। 

Related Video