মালদহে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল বাঁশের সেতু, ঘটনায় আহত একাধিক
টানা বৃষ্টিতে সর্বত্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল বাঁশের সেতু। বুধবার রাতে জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু। বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠেছে মহানন্দা নদীর জল। জলের তোড়েই ভেঙে পড়েছে কোলাঘাটের বাঁশের সেতু। ঘটনায় আহত হয়েছেন ৭-৮ জন স্থানীয় বাসিন্দা। এর জেরে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এই ঘটনায় ক্ষুব্ধ সেখানকার গ্রামবাসীরা। অনেক বলেও সেখানে পাকা সেতু নির্মাণ হয়নি বলে অভিযোগ। নৌকায় করেই সেখানে এখন নদী পারাপার চলছে।
টানা বৃষ্টিতে সর্বত্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল বাঁশের সেতু। বুধবার রাতে জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু। বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠেছে মহানন্দা নদীর জল। জলের তোড়েই ভেঙে পড়েছে কোলাঘাটের বাঁশের সেতু। ঘটনায় আহত হয়েছেন ৭-৮ জন স্থানীয় বাসিন্দা। এর জেরে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এই ঘটনায় ক্ষুব্ধ সেখানকার গ্রামবাসীরা। অনেক বলেও সেখানে পাকা সেতু নির্মাণ হয়নি বলে অভিযোগ। নৌকায় করেই সেখানে এখন নদী পারাপার চলছে।