নদিয়া ও মেদিনীপুরে বিক্ষোভ অব্যাহত, টায়ার পুড়িয়ে অবরোধ জাতীয় ও রাজ্য সড়ক
সিএবি আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত নদিয়া জেলায়। সপ্তাহের প্রথম দিন নাকাশিপাড়ার নাগাদি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার পুড়িয়ে চলল পথ অবরোধ। সোমবার সকাল থেকে বিক্ষোভের জেরে পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। পরিস্থিতি সামল দিতে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন জেলা প্রশাসনের আধিকারিকরাও। অবরোধ তুলে নেওয়ার জন্য বারবার আবেদন জানানো হলেও অনঢ় ছিলেন বিক্ষোভকারীরা। শিমুরালির নরপতিপারা ৩৪ নম্বর জাতীয় সড়কেও টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ।
সিএবি আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত নদিয়া জেলায়। সপ্তাহের প্রথম দিন নাকাশিপাড়ার নাগাদি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার পুড়িয়ে চলল পথ অবরোধ। সোমবার সকাল থেকে বিক্ষোভের জেরে পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। পরিস্থিতি সামল দিতে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন জেলা প্রশাসনের আধিকারিকরাও। অবরোধ তুলে নেওয়ার জন্য বারবার আবেদন জানানো হলেও অনঢ় ছিলেন বিক্ষোভকারীরা। শিমুরালির নরপতিপারা ৩৪ নম্বর জাতীয় সড়কেও টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের বকুলতলার রাজ্য সড়ক। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। এরফলে বকুলতলা থেকে দাসপুর যাওয়ার রাজ্য সড়কে ব্যাপক যানজয় সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হয় দাসপুর থানার পুলিশ।