চাষির বাড়িতে দুষ্কৃতি হামলা, চুরি গেল নগদ সহ সোনার গয়না

  • ফের শান্তিপুরে চুরির ঘটনা
  • শান্তিপুরের বাগদিয়ার মাহিস্য পাড়ায় ঘটেছে এই ঘটনা
  • সেখানে চুরি গিয়েছে ৮০ হাজার টাকা সহ গয়না
  • বৃহস্পতিবার রাতে সেখানে এই ঘটনা ঘটে

Share this Video

আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার আরবন্দি ২ পঞ্চায়েত এর বাগদিয়া মাহিস্য পাড়া এলাকার বাসিন্দা পেশায় চাষী নিমাই বিশ্বাস এর বাড়িতে বৃহস্পতিবার রাতে হানাদেয় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, দুস্কৃতিরা ঘরের দরজায় তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ 80 হাজার টাকা ও গহনা নিয়ে চম্পট দেয়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বিষয়টি দেখতে পায় ওই চাষী পরিবার। ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চাষী পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Related Video