বাইকে এসে এক লক্ষ টাকা ছিনতাই, থানার অদূরেই দুষ্কৃতী দাপট, দেখুন ভিডিও

  • রায়গঞ্জে দিনেদুপুরে এক লক্ষ টাকা ছিনতাই
  • থানার অদূরেই ছিনতাইতে চাঞ্চল্য
  • বাইকে চড়ে আসে দুই দুষ্কৃতী
/ Updated: Nov 19 2019, 02:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রায়গঞ্জ থানার অদূরেই এক গ্যারেজকর্মীর কাছ থেকে এক লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। যদিও এখনও ছিনতাইকারীদের গ্রেফতার বা টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। 

পেশায় গ্যারাজ মিস্ত্রি সুশান্ত মণ্ডল বাড়ি তৈরির জন্য মহাত্মা গাঁধী রোডের স্টেট ব্যাঙ্ক  থেকে মঙ্গলবার সকালে এক লক্ষ টাকা তোলেন। এর পর রায়গঞ্জের করোনেশন স্কুলের সামনে একটি সোনার দোকানে কাজ থাকায় নিজের শ্যালকের বাইকে চড়ে সেখানে আসেন সুশান্তবাবু। টাকা ভর্তি ব্যাগ নিয়ে তিনি বাইক থেকে নেমে দাঁড়াতেই অন্য একটি বাইকে এসে দুই ছিনতাইকারী তাঁর হাত থেকে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে পালায়। পিছনে ধাওয়া করেও তাঁদের ধরতে পারেননি সুশান্তবাবু বা তাঁর শ্যালক। সিসিটিভি ফুটেজে স্পষ্ট, অনেকক্ষণ ধরেই সুশান্তবাবুদের পিছু নিয়েছিল দুই ছিনতাইকারী। টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।