বুলবুলের মোকাবিলায় রাজ্যের প্রশংসা মোদী সরকারের, জানালেন মমতা, দেখুন ভিডিও

  • ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসায় কেন্দ্রীয় সরকার
  • কাকদ্বীপে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

/ Updated: Nov 11 2019, 11:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


আগাম সতর্ক হয়ে রাজ্য সরকার যেভাবে বুলবুলের মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করেছে, কেন্দ্রীয় সরকারের তরফে তার প্রশংসা করা হয়েছে। এ দিন কাকদ্বীপে বুলবুলের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করতে গিয়ে সরকারি আধিকারিক এবং কর্মীদের এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণকে সীমিত রাখতে যেভাবে সরকারের বিভিন্ন দফতরের কর্মী এবং আধিকারিকরা় যেভাবে তৎপরতার সঙ্গে কাজ করেছেন, তার জন্য তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কর্মীদের মানবিকতার খাতিরে কিছুটা বাড়তি সময় কাজ করার অনুরোধও করেন তিনি।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'গত শনিবার আমি সারারাত কাজ করেছি। সিভিল ডিফেন্স, পুলিশ- সহ সবাই করেছে। প্রায় দু' লক্ষ মানুষকে অন্যত্র সরানো হয়েছে। এর ফলে আপনারা মৃত্যুর সংখ্যাটা কমাতে পেরেছেন। এটা আপনারা একটা বড় কাজ করেছে। ভারত সরকারও আপনাদের এই কাজের প্রশংসা করেছে।' বুলবুল আছড়ে পড়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দেন তিনি।