ছৌ নাচে করোনাসুর বধ, কেমন আছেন ছৌ শিল্পীরা, দেখে নিন
করোনার জেরে মুখ থুবড়ে পড়েছে ছৌ শিল্প (Chhau artists)। পুরুলিয়ার ঐতিহ্যবাহী এই শিল্প এখন চরম সঙ্কটের মুখে দাঁড়িয়ে। দু'বছর ধরে কোনোও ডাক আসছে না পুরুলিয়া (Purulia) ছৌ শিল্পীদের। করোনাকে (Coronavrus) তাই অসুর রূপেই দেখছেন এখন তারা। ছৌ নাচের মধ্যে দিয়েই উঠে এসেছে সেই 'করোনাসুর'। এই পালার নামকরণ করা হয়েছে 'করোনা সুর নিধন'। পুজোর আগে জোর কদমে চলছে তাঁদের অনুশীলন। পুজোয় তারা ডাক পাবেন কী না তা এখনও অনিশ্চয়তার মুখে। প্রবল সঙ্কটের মধ্যেই এখন দিন কাটাচ্ছেন ছৌ শিল্পীরা।
করোনার জেরে মুখ থুবড়ে পড়েছে ছৌ শিল্প (Chhau artists)। পুরুলিয়ার ঐতিহ্যবাহী এই শিল্প এখন চরম সঙ্কটের মুখে দাঁড়িয়ে। দু'বছর ধরে কোনোও ডাক আসছে না পুরুলিয়া (Purulia) ছৌ শিল্পীদের। করোনাকে (Coronavrus) তাই অসুর রূপেই দেখছেন এখন তারা। ছৌ নাচের মধ্যে দিয়েই উঠে এসেছে সেই 'করোনাসুর'। এই পালার নামকরণ করা হয়েছে 'করোনা সুর নিধন'। পুজোর আগে জোর কদমে চলছে তাঁদের অনুশীলন। পুজোয় তারা ডাক পাবেন কী না তা এখনও অনিশ্চয়তার মুখে। প্রবল সঙ্কটের মধ্যেই এখন দিন কাটাচ্ছেন ছৌ শিল্পীরা।