সার্কাস দেখাচ্ছে শাসক দল, রায়গঞ্জের সভার আগে মুখ্যমন্ত্রী -কে তীব্র কটাক্ষ বিরোধী দলের নেতৃত্বদের
- ১০ ফেব্রুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা
- নিরাপত্তায় মুড়েছে রায়গঞ্জ
- সভার জন্য রাস্তায় রাস্তায় লেগেছে মাইক
- আর তাই নিয়েই তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলের নেতৃত্বদের
১০ ফেব্রুয়ারী, বুধবার রায়গঞ্জ স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সভা করবেন তিনি। তবে সভাস্থল থেকে ঢিলছোঁড়া দূরত্বে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল। আর সেখানেই লাগানো হয়েছে একাধিক মাইক। এই মাইক লাগানো নিয়েই তীব্র কটাক্ষের মুখে শাসক দল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্বরা। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন নিয়ম মেনেই সভা করা হচ্ছে। রায়গঞ্জ জেলা বিজেপির সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন, "তৃণমূল সাধারণ মানুষের সুবিধা -অসুবিধা নিয়ে চিন্তা করে না। মেডিক্যাল কলেজে প্রচুর মুমূর্ষু রোগী চিকিৎসাধীন। তাদের অসুবিধার কথা না ভেবেই এতো মাইক লাগানো হয়েছে সেখানে। আসলে এই দলে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। সার্কাস পার্টি হয়ে গিয়েছে তৃণমূল।" অন্যদিকে পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন,"এসবই বিরোধীদের অপপ্রচার। স্টেডিয়ামের ঘেরা জায়গায় সভা হচ্ছে সব নিয়ম মেনে। রোগীদের কোনো অসুবিধা হবে না। " তিনি আরো বলেন," মেডিক্যাল কলেজের ঢিলছোঁড়া দূরত্বে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সভা করেছেন। তখন বিজেপি নেতৃত্ব কেন চুপ ছিলেন? সব মিলিয়ে এই সভা নিয়ে রাজনৈতিক তরজা চরমে।