Christmas 2021: বছর শেষে উৎসবের মরসুম, বড়দিনে সেজে উঠেছে রানাঘাটের ক্যাথলিক চার্চ

বড়দিন উপলক্ষে সেজে উঠেছে রানাঘাট বেগোপাড়ার ক্যাথলিক চার্চ।যীশুখ্রিস্টের জন্ম দিবস উপলক্ষে প্রতি বছরই নানা রঙে সেজে ওঠে নদিয়ার অন্যতম প্রাচীন এই চার্চ।সেজে ওঠে গোশালাও। নদিয়া ছাড়াও বিভিন্ন জায়গা থেকে রানাঘাট বেগোপারা চার্চে প্রার্থনা করতে এবং ঘুরতে আসেন বহু মানুষ।
 

Share this Video

বছর শেষে উৎসবের মরসুম এখন চারপাশে। বড়দিনের আনন্দে মেতে আছে গোটা দেশ। বড়দিনের আগে সেজে উঠেছে চারপাশ। বড়দিন, আর তার পরেই নতুন বছর। বছর শেষের এই কটা দিন উৎসবের মেজাজে থাকে সকলে। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে রানাঘাট বেগোপাড়ার ক্যাথলিক চার্চ। যীশুখ্রিস্টের জন্ম দিবস উপলক্ষে প্রতি বছরই নানা রঙে সেজে ওঠে নদিয়ার অন্যতম প্রাচীন এই চার্চ, সেজে ওঠে গোশালাও। এবারও তার অন্যথা হল না। এবছরও আলোয় সেজে উঠছে চার্চ। নদিয়া ছাড়াও বিভিন্ন জায়গা থেকে রানাঘাট বেগোপাড়ার এই চার্চে প্রার্থনা করতে এবং ঘুরতে আসেন বহু মানুষ। এই বছরও সেখানে বড়দিনের উৎসবের অনুষ্ঠান হচ্ছে কোভিড বিধি মেনেই। চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে সকলের কাছে আবেদন করা হয়েছে তারা যেন কোভিড বিধি মেনে চার্চে প্রবেশ করেন। এককথায় বড়দিনে সেজে উঠেছে রানাঘাটের এই চার্চ। 

Related Video