বড়দিন উপলক্ষে ওদের ভুরি ভোজ , পেট ভরে খেল পথের সারমেয় বাহিনী

বড়দিন মানে আনন্দ উৎসবের দিন। সকলে মিলে মজা করার দিন, ভালমন্দ খাওয়ার দিন। ক্রিসমাসের দিন পেট ভরে খেল ওরাও। ওরা মানে পুরুলিয়া শহরের পথ কুকুরের দল। যিশুর জন্মদিনের ওদের জন্য ভুরি ভোজের আয়োজন করেছিল শহরেরই কয়েকজন উদ্যোগী ব্যক্তি। 

/ Updated: Dec 25 2019, 07:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বড়দিন মানে আনন্দ উৎসবের দিন। সকলে মিলে মজা করার দিন, ভালমন্দ খাওয়ার দিন। ক্রিসমাসের দিন পেট ভরে খেল ওরাও। ওরা মানে পুরুলিয়া শহরের পথ কুকুরের দল। যিশুর জন্মদিনের ওদের জন্য ভুরি ভোজের আয়োজন করেছিল শহরেরই কয়েকজন উদ্যোগী ব্যক্তি। একটি টোটো-তে করে রান্না করা খাবার নিয়ে পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তা ঘুরে সারমেয়দের কাছে শালপাতায় করে পরিবেশিত হয় খাবার। স্বামী বিবেকানন্দের "জীবে প্রেম করে যেই জন , সেই জন সেবিছে ঈশ্বর" বাণীতে উদ্বুদ্ধ হয়েই এমন উদ্যোগ। বাড়ির বাড়তি খাবার ফেলে না দিয়ে অবলা জীবকুলের মুখে যেন তা তুলে দেওয়া হয় সেই অনুরোধও করেন উদ্যোক্তারা।