কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিলের দাবিতে আইন অমান্য কর্মসূচির ডাক বামেদের
- কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল বামেদের
- সোমবার আইন অমান্য কর্মসূচির ডাক দেন তাঁরা
- হাওড়ায় পালিত হয় এই কর্মসূচি
- কয়েকশো বামপন্ত্রী সংর্থকরা এতে সামীল হন
- তাতেই বাধা দেয় পুলিশ
- পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে আন্দলনকারীদের
কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিলের দাবীতে বাম সংগঠনগুলোর ডাকে আইন অমান্য কর্মসূচি পালিত হল হাওড়া শহরে। হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে থেকে কয়েকশো বামপন্থী সমর্থক সোমবার মিছিলে সামীল হন। হাওড়া পুরসভার দিকে যেতে চেষ্টা করলে বঙ্কিম সেতুর নীচে পুলিশ তাদের বাধা দেয়। আইন অমান্যকারীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙ্গে দিলেও দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে পারেনি তারা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় সেখানে।। পরে বিক্ষোভকারীরা বঙ্কিম সেতুর নিচে অবস্থান বিক্ষোভ শুরু করে। সিটুর হাওড়া জেলা সাধারণ সম্পাদক সমীর সাহা বলেন, নতুন কেন্দ্রীয় কৃষি আইন চালু হলে কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জানান।