অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে আইন অমান্য কর্মসূচি, পুলিশ আটক করে আন্দোলনকারীদের

পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটি ও তিস্তা- মহানন্দা সেচ এলাকা থেকে ভূমিহারা কৃষকদের কমিটির যৌথ উদ্যোগে অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে ,মিছিল শুরুর আগেই হুমকি ও বলপ্রয়োগ করে পুলিশ গ্রেপ্তার করে আন্দোলনকারীদের 

/ Updated: Aug 17 2022, 09:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে আইন অমান্য কর্মসূচি | পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটি ও তিস্তা- মহানন্দা সেচ এলাকা থেকে ভূমিহারা কৃষকদের কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসুচি | পুলিশ ও প্রশাসনিক দপ্তরগুলিকে অনেক আগেই চিঠি দিয়ে জানানো ছিল কর্মসূচির ব্যাপারে | শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয় | এরপর পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা | হুমকি ও বলপ্রয়োগ করে পুলিশ গ্রেপ্তার করে আন্দোলনকারীদের