‘দিদি ফোন করেছিলেন, সান্ত্বনা দিলেন' পার্ক সার্কাস গুলিকাণ্ডে মৃত রিমার মাকে ফোন মুখ্যমন্ত্রীর
পার্ক সার্কাসে পুলিশকর্মীর ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন রিমা সিং। সেই ঘটনার পর হাওড়ার দাসপুরে রিমার বাড়িতে শোকের ছায়া। পরিবারের একমাত্র রোজগেরে মেয়েকে হারিয়ে সারাদিন কেঁদে চলেছেন মৃত রিমার মা।
আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। এই ঘটনার পর আজ মৃত তরুণীর মাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেন সব রকম সাহায্যের আশ্বাস। নগদ ৫ লক্ষ টাকা সাহায্য করেন, এছাড়াও মৃতার ভাইকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।