Bardhakya Bhata: বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ, চরম সঙ্কটে বৃদ্ধা
বার্ধক্য ভাতা না পেয়ে চরম সঙ্কটে আদিবাসী বৃদ্ধা। টানা ৪ মাস বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ। কালনার বৈদ্যপুরের ওসমানপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা। হাসিফুল শেখ বৃদ্ধাকে টাকা তুলতে সাহায্য করতেন।
বার্ধক্য ভাতা না পেয়ে চরম সঙ্কটে আদিবাসী বৃদ্ধা। টানা ৪ মাস বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ। কালনার বৈদ্যপুরের ওসমানপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা। হাসিফুল শেখ বৃদ্ধাকে টাকা তুলতে সাহায্য করতেন। তাঁর দাবি বৃদ্ধা সব টাকা তুলে নিয়েছেন। ইতিমধ্যেই বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন বৃদ্ধা। টাকা পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বৃদ্ধাকে। এমনই দাবি জানিয়ে বৃদ্ধা বলেন 'একটু বিষ দিন'। টাকা না মেলায় খাবারও জুটছে না বলে দাবি বৃদ্ধার। এদিন কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, 'হয় টাকার ব্যবস্থা করুন, না হলে একটু বিষ কিনে দিন'। অন্যদিকে, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। বিডিও দেবল কুমার উপাধ্যায় জানান, 'প্রতি মাসে মাসে ওনার একাউন্টে টাকা পাঠানো হয়েছে। কী হয়েছে ব্যাপারটি খতিয়ে দেখতে হবে। অন্যদিকে খবর পেয়ে সাংবাদিকরা উল্লেখিত গ্রাহক পরিষেবা কেন্দ্রে খোঁজখবর নিতে গেলে ম্যানেজার অভব্য আচরণ করেন বলে অভিযোগ।