আত্মসমর্পণকারী মাওবাদী তালিকায় নাম থেকেও চাকরি না মেলার অভিযোগ
সময়টা ২০০৮ সাল। বারুদের কটু গন্ধ আর ভারী বুটের আওয়াজে থমথমে হয়ে উঠেছিল পুরুলিয়ার জঙ্গলমহল। একদিকে মাওবাদি অন্যদিকে পুলিশ, দুইয়ের যাঁতাকলে পড়ে নাস্তানাবুদ দশা হয়েছিল রাজনৈতিক নেতা-কর্মী থেকে সাধারণ মানুষের। ২০০৮ সালে মাওবাদী তালিকায় লিঙ্ক ম্যান হিসেবে নাম ছিল কোটশিলা থানার বরুয়া কোচা গ্রামের দ্বারিক সিং মুড়া এবং ঝালদা থানার খামার গ্রামের বুধু সিং মুড়ার। মুখ্যমন্ত্রী তাঁদের জন্য প্যাকেজ ঘোষণার পরেই ২০১৭ সালে আত্মসমর্পণ করেন পুলিশের খাতায় হিট লিস্টে থাকা মাওবাদী নেতা থেকে লিঙ্কম্যানরা। তবু আজও প্যাকেজের সুবিধা থেকে বঞ্চিত কোটশীলা থানার বরুয়াকোচা গ্রামের দারিক সিং মুড়া এবং ঝালদার খামার গ্রামের বুধু সিং মুড়া। স্নাতক পাশ দ্বারিক সিং মুড়া এখন আর্থিক অনটনে ভূগছেন। দ্বারিক সিং মুড়া জানালেন, মু্খ্যমন্ত্রীর প্যাকেজ ঘোষনার পরই আত্মসমর্পণ করি আমি, সেই সঙ্গেই আত্মসমর্পণ করেন আরও অনেকেই। আমার সঙ্গেই আরও যারা ছিলেন এমন ১৯ জনের কয়েকদিন আগেই চাকরি হয়েছে অথচ আমি চাকরি পেলাম না,। অন্যদিকে বুধু সিং মুড়ারও সেই একই অভিযোগ। তিনি জানালেন, অন্যদের চাকরি হলেও আমি চাকরি পেইনি। চাকরি পাওয়ার আশায় জীবনের মূল স্রোতে ফিরে এসেছিলেন দ্বারিক-বুধুরা, অথচ চাকরি না পাওয়ায় হতাশ তাঁরা। কবে চাকরি পাবেন তাঁরা? এখন তা প্রশ্নের মুখে।
সময়টা ২০০৮ সাল। বারুদের কটু গন্ধ আর ভারী বুটের আওয়াজে থমথমে হয়ে উঠেছিল পুরুলিয়ার জঙ্গলমহল। একদিকে মাওবাদি অন্যদিকে পুলিশ, দুইয়ের যাঁতাকলে পড়ে নাস্তানাবুদ দশা হয়েছিল রাজনৈতিক নেতা-কর্মী থেকে সাধারণ মানুষের। ২০০৮ সালে মাওবাদী তালিকায় লিঙ্ক ম্যান হিসেবে নাম ছিল কোটশিলা থানার বরুয়া কোচা গ্রামের দ্বারিক সিং মুড়া এবং ঝালদা থানার খামার গ্রামের বুধু সিং মুড়ার। মুখ্যমন্ত্রী তাঁদের জন্য প্যাকেজ ঘোষণার পরেই ২০১৭ সালে আত্মসমর্পণ করেন পুলিশের খাতায় হিট লিস্টে থাকা মাওবাদী নেতা থেকে লিঙ্কম্যানরা। তবু আজও প্যাকেজের সুবিধা থেকে বঞ্চিত কোটশীলা থানার বরুয়াকোচা গ্রামের দারিক সিং মুড়া এবং ঝালদার খামার গ্রামের বুধু সিং মুড়া। স্নাতক পাশ দ্বারিক সিং মুড়া এখন আর্থিক অনটনে ভূগছেন। দ্বারিক সিং মুড়া জানালেন, মু্খ্যমন্ত্রীর প্যাকেজ ঘোষনার পরই আত্মসমর্পণ করি আমি, সেই সঙ্গেই আত্মসমর্পণ করেন আরও অনেকেই। আমার সঙ্গেই আরও যারা ছিলেন এমন ১৯ জনের কয়েকদিন আগেই চাকরি হয়েছে অথচ আমি চাকরি পেলাম না,। অন্যদিকে বুধু সিং মুড়ারও সেই একই অভিযোগ। তিনি জানালেন, অন্যদের চাকরি হলেও আমি চাকরি পেইনি। চাকরি পাওয়ার আশায় জীবনের মূল স্রোতে ফিরে এসেছিলেন দ্বারিক-বুধুরা, অথচ চাকরি না পাওয়ায় হতাশ তাঁরা। কবে চাকরি পাবেন তাঁরা? এখন তা প্রশ্নের মুখে।