Students agitation: খোলা রয়েছে স্কুল, ক্লাস না নেওয়ার অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে

দীর্ঘ ২০ মাস পরে খুলেছে স্কুল-কলেজ। স্কুল খুললেও নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগ পড়ুয়াদের। অভিযোগ তুললে শাস্তির হুমকি দেওয়ার অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে।
 

/ Updated: Dec 02 2021, 10:01 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০ মাস পর স্কুল চালু হলেও জঙ্গলমহলের বাঘমুন্ডি গার্লস হাই স্কুলে নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগ ছাত্রীদের। গাফিলতির অভিযোগ তুললে শাস্তির হুমকি দেওয়ার অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে। তড়িঘড়ি স্কুল পরিদর্শনে গেলেন স্কুল পরিদর্শক।স্কুল পরিদর্শককে ঘিরে অভিযোগ উগড়ে দিলেন ছাত্রী এবং অভিভাবকরা। প্রায়  দু বছর পর ১৬ই নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল। কোভিড প্রটোকল মেনে শুরু হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস।ক্লাস শুরু হতেই এরই মধ্যে পুরুলিয়ার বাগমুন্ডি গার্লস হাই স্কুলে নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগ উঠলো। বাগমুন্ডি গার্লস হাই স্কুলের একঝাঁক ছাত্রী স্কুলের শিক্ষিকার উপর নিয়মিত ক্লাস না নেওয়ার অভিযোগ আনল। তাদের বক্তব্য স্কুলে নিয়মিত ক্লাস হয় না প্রায় দু'বছর পর স্কুল খুলেছে কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক ক্লাস হচ্ছে না।সময় মতো স্কুলে আসেন না শিক্ষিকারা। ক্লাস না হওয়ার অভিযোগ আনতেই  বিভিন্নভাবে ধমক দিচ্ছেন শিক্ষিকারা বলে অভিযোগ ছাত্রীদের। বাগমুন্ডি ব্লকের স্কুল পরিদর্শক অভিষেক পালের কাছে এমন‌ই গুরুতর অভিযোগ আনেন ছাত্রিরা। অভিষেক পাল বলেন বিষয়টি দেখছি আমি শিক্ষিকাদের সাথে আলোচনা করছি। এদিকে স্কুলের প্রধান শিক্ষিকা রূপা মেহেতা বলেন।এই অভিযোগ একেবারে ভিত্তিহীন যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে ক্লাস নেওয়ার।সাথে সাথে যে সমস্ত বিষয়ের কোন শিক্ষক বা শিক্ষিকা নেই সেই বিষয় গুলোও আমরা অল্টারনেটিভ করে ম্যানেজ করার চেষ্টা করছি।স্কুলের ছাত্রী এবং অভিবাবকরা স্কুল পরিদর্শক অভিষেক পালকে ঘিরে শিক্ষিকাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ধরেন। স্কুল পরিদর্শক পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।