CPM protest: জাতীয় সড়ক অবরোধ করে সিপিএম -এর বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

একাধিক দাবি নিয়ে মিছিল করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন সিপিএম এর নেতা কর্মী ও সমর্থকরা।

Share this Video

একাধিক দাবি নিয়ে মিছিল করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন সিপিএম এর নেতা কর্মী ও সমর্থকরা। এদিন দলীয় ওন্দা জোনাল পার্টি অফিস থেকে প্রথমে মিছিল করে ওন্দা বাজার ঘুরে বাঁকুড়ার ওন্দা চৌমাথায় ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী সিপিএম এর নেতা কর্মী ও সমর্থকরা। ওন্দা থেকে চাবড়া পর্য্যন্ত রাস্তা সংস্কার, ওন্দা থেকে তালডাংরা রাস্তা সংস্কার, সরকারী ন্যাহ্যমূলে কৃষকদের কাছ থেকে ধান কেনা সহ ৫ দফা দাবি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন সিপিএম এর। জাতীয় সড়কের উপরে বসে রাস্তা অবরোধ করে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ করে দিল আন্দোলনকারীরা। অবরোধ তুলতে শুরু হয় পুলিশি তৎপরতা। অবরোধের শুরু থেকেই রাস্তা থেকে আন্দোলনকারীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পুলিশের সাথে আন্দোলনকারীদের শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরে প্রায় ২০ মিনিট পরে জাতীয় সড়ক থেকে অবরোধ হটিয়ে নেয় আন্দোলনকারীরা।

Related Video