Bagda News : নড়বড়ে সাঁকো দিয়েই পারাপার, এবার পাকা সেতুর দাবীতে বিক্ষোভ

গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম একটি বাঁশের সাঁকো। নড়বড়ে অবস্থা সাঁকো-র, ভেঙে পড়ে রয়েছে একাংশ। পাকা সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন গ্রামের বাসিন্দারা। প্রশাসনের কোনও হেলদোল নেই। অবশেষে বিক্ষোভে সামিল উত্তর ২৪ পরগনা জেলার বাগদার পূর্ব হুদা গ্রামের কয়েকশো বাসিন্দা। দীর্ঘ কুড়ি বছর ধরে গ্রামবাসীরা চাঁদা তুলে কোদালিয়া নদীর ওপর বাঁশের সাঁকোটি মেরামত করে চলেছে৷ অভিযোগ, বাসের সাঁকোটি ভেঙে গেলেও পঞ্চায়েত ও প্রশাসনিক কর্তাদের জানানোর পরেও তাঁদের কোনও হেলদোল নেই৷ তাই নতুন সেতুর দাবীতে তাদের বিক্ষোভ।

/ Updated: Sep 08 2022, 10:31 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম একটি বাঁশের সাঁকো। নড়বড়ে অবস্থা সাঁকো-র, ভেঙে পড়ে রয়েছে একাংশ। পাকা সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন গ্রামের বাসিন্দারা। প্রশাসনের কোনও হেলদোল নেই। অবশেষে বিক্ষোভে সামিল উত্তর ২৪ পরগনা জেলার বাগদার পূর্ব হুদা গ্রামের কয়েকশো বাসিন্দা। দীর্ঘ কুড়ি বছর ধরে গ্রামবাসীরা চাঁদা তুলে কোদালিয়া নদীর ওপর বাঁশের সাঁকোটি মেরামত করে চলেছে৷ অভিযোগ, বাসের সাঁকোটি ভেঙে গেলেও পঞ্চায়েত ও প্রশাসনিক কর্তাদের জানানোর পরেও তাঁদের কোনও হেলদোল নেই৷ তাই নতুন সেতুর দাবীতে তাদের বিক্ষোভ।