Asianet News Bangla

পেঁয়াজের কেজি একশো, বাতিল রবিবারের মাংস-ভাত, দেখুন ভিডিও

Dec 1, 2019, 3:38 PM IST

রবিবারের মেনু মানেই অধিকাংশ বাঙালি বাড়িতে মাংস ভাত বাঁধা। স্বাস্থ্য বা বাজেটের কথা বিশেষ না ভেবে সপ্তাহে এই একটি দিন অন্তত খাসির মাংস সহযোগে ভাত খাওয়াটা বহু মানুষেরই পছন্দ। কিন্তু সেই শখ পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে পেঁয়াজের অগ্নিমূল্য। রবিবার সকালে বাজারে মাংস কিনতে গিয়েও পেঁয়াজের দাম শুনে পিছিয়ে আসছেন অনেকেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও রবিবার সকালে এমন ছবিই দেখা গেল। এমনিতেই খাসির মাংসের কেজি ছ'শো টাকা ছাড়িয়েছে। তা সত্ত্বেও মাংস কিনতে যাওয়ার আগে যাঁরা পেঁয়াজের দর শুনছেন, তাঁরা সিদ্ধান্ত বদলে মাছ বা ডিমের দিকে ঝুঁকছেন। কারণ একশো টাকা কেজি দরে পেঁয়াজ কিনে মাংস খেতে নারাজ অনেকেই। ফলে পেঁয়াজের চড়া দামের জেরে রবিবারও প্রত্যাশিত বিক্রি নেই মাংসের দোকানে। 
 

Video Top Stories