বুলবুলের তাণ্ডবে ভাঙল ঘর, স্বামী সন্তান বাঁচলেও মৃত্যু গৃহবধূর, দেখুন ভিডিও

  • পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনা
  • বুলবুলের দাপটে মৃত্য়ু হল মহিলার
/ Updated: Nov 10 2019, 01:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুলবুলের দাপটে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের দাপটে নন্দীগ্রাম দু' নম্বর ব্লকের খোদামবাড়ি এক অঞ্চলের ভেকুটিয়া গ্রামে বাসিন্দা সুজাতা দাস নামে এক মহিলার বাড়ি চাপা পড়ে মৃত্যু হল।মঙ্গলবার সন্ধ্যায় স্বামী বিকাশরঞ্জন দাস এবং দুই শিশু সন্তানকে নিয়ে মাটির ঘরে শুয়েছিলেন সুজাতাদেবী। ঝড় চলাকালীন আচমকা একটি বড় গাছ তাঁদেরর মাটির বাড়ির উপর ভেঙে পড়ে।  কিছু বুঝে ওঠার আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সুজাতাদেবীদের ঘর। ভাঙা ঘরের মধ্যেই চাপা পড়ে গোটা পরিবার। 

পেশায় খেতমজুর বিকাশরঞ্জনবাবু কোনওক্রমে  বাচ্চাদের  বাঁচাতে পারলেও  স্ত্রীকে শেষরক্ষা করতে পারেননি। স্থানীয়দের উদ্যোগে হাসপাতালে আনা হলে সুজাতা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।