Asianet News BanglaAsianet News Bangla

ধেয়ে আসছে 'যশ', দীঘায় জলচ্ছাস

  • গতি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'যশ'
  • ইতিমধ্যেই শুরু হয়েছে তার দাপট
  • দীঘার উপকূলে কড়া সতর্কতা জারি
  • ঘূর্ণি ঝড়ের জেরে দিঘায় জলচ্ছাস
May 25, 2021, 12:03 PM IST

আমফানের স্মৃতি উসকে ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। গতি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'যশ'(Yaas)। ইতিমধ্যেই শুরু হয়েছে তার দাপট। দীঘার উপকূলে মাইকিং করে আগেই কড়া সতর্কতা জারি হয়েছে। সমুদ্রে যেতেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে সেখানে। ঘূর্ণি ঝড়ের জেরে এখন দীঘায় উত্তাল সমুদ্র, চলছে বৃষ্টিও। পর্যটক শূণ্য দীঘায় এখন চোখ রাঙাচ্ছে সুমদ্র, শুরু হয়েছে জলচ্ছাসও। অন্যদিকে বুধবার রয়েছে পূর্ণিমা। পূর্ণিমায় জলস্তর অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি থাকে, যা আরও চিন্তা বাড়াচ্ছে।