Asianet News BanglaAsianet News Bangla

সমুদ্রে তলিয়ে যাওয়া ২ যুবকের এক জনের দেহ উদ্ধার, নিখোঁজ এখনও ১

২৬ শে সেপ্টেম্বর দিঘার (Digha) তালসারির সমুদ্রে তলিয়ে যায় ২ যুবক। ঘূর্ণিঝড়ের (Cyclone) কারণে দিঘায় সমুদ্রে যেতে জারি ছিল নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নেমে তলিয়ে যায় ২ যুবক। মধ্যমগ্রামের ২ যুবকের মধ্যে অবশেষে ১ জনের দেহ উদ্ধার হল। সোমবার সন্ধ্যা নাগাদ অভ্রদীপ আচার্য-র (২২) দেহ উদ্ধার হয়। এখনও আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ যুবকের দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

Sep 28, 2021, 12:31 PM IST

২৬ শে সেপ্টেম্বর দিঘার (Digha) তালসারির সমুদ্রে তলিয়ে যায় ২ যুবক। ঘূর্ণিঝড়ের (Cyclone) কারণে দিঘায় সমুদ্রে যেতে জারি ছিল নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নেমে তলিয়ে যায় ২ যুবক। মধ্যমগ্রামের ২ যুবকের মধ্যে অবশেষে ১ জনের দেহ উদ্ধার হল। সোমবার সন্ধ্যা নাগাদ অভ্রদীপ আচার্য-র (২২) দেহ উদ্ধার হয়। এখনও আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ যুবকের দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

Video Top Stories