বকখালির সৈকতে ২০ ফুটের অতিকায় ডলফিনের দেহ উদ্ধার

বকখালির সমুদ্র সৈকতে ভেসে এল অতিকায় ডলফিন। জোয়ারে জলের ঢেউয়ে উঠে আসে মৃত ডলফিনটি। সোমবার সকালে পর্যটক ও স্থানীয়দের চোখে পড়ে ওই দৈত্যাকার ডলফিনটি। প্রায় কুড়ি ফুটের ওই ডলফিনটিকে দেখতে সেখানে ভিড় জমায় স্থানীয়রা। সেখান থেকে বনদপ্তরে খবর গেলে বপনদপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে ডলফিনটিকে। সূত্রের খবর, ডলফিনকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 
 

/ Updated: Aug 02 2021, 11:24 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 বকখালির সমুদ্র সৈকতে ভেসে এল অতিকায় ডলফিন। জোয়ারে জলের ঢেউয়ে উঠে আসে মৃত ডলফিনটি। সোমবার সকালে পর্যটক ও স্থানীয়দের চোখে পড়ে ওই দৈত্যাকার ডলফিনটি। প্রায় কুড়ি ফুটের ওই ডলফিনটিকে দেখতে সেখানে ভিড় জমায় স্থানীয়রা। সেখান থেকে বনদপ্তরে খবর গেলে বপনদপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে ডলফিনটিকে। সূত্রের খবর, ডলফিনকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।