অমরনাথ ধসে অল্পের জন্য প্রাণে বাঁচলেন হাবড়ার দেবব্রত, স্বস্তিতে মা

২ তারিখ বন্ধুদের সঙ্গে অমরনাথ দর্শনে গিয়েছিলেন হাবড়া বানীপুরের দেবব্রত ঘোষ, অমরনাথে প্রাকৃতিক বিপর্যয় টিভিতে খবর দেখার পরে হাবড়ার বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েন মা মনি রানী ঘোষ, মাকে ছেলে জানিয়েছেন মাত্র কুড়ি মিনিটের জন্য বেচেঁ গিয়েছি "মা, এখন ভালো আছি , তাড়াতাড়ি বাড়ি ফিরব

/ Updated: Jul 11 2022, 07:57 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২ই জুলাই বন্ধুদের সঙ্গে অমরনাথ দর্শনে গিয়েছিলেন হাবড়া বানীপুরের দেবব্রত ঘোষ| তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য কর্মী | অমরনাথে প্রাকৃতিক বিপর্যয় টিভিতে খবর দেখার পরে হাবড়ার বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েন মা মনি রানী ঘোষ | মাকে ছেলে জানিয়েছেন মাত্র কুড়ি মিনিটের জন্য বেচেঁ গিয়েছি "মা, এখন ভালো আছি , তাড়াতাড়ি বাড়ি ফিরব | দীর্ঘ উৎকণ্ঠার পরে ছেলের সাথে কথা হয় মনি দেবীর, ছেলে ট্রেনে উঠেছে খবর পেয়ে অনেকটাই স্বস্তিতে মা |