'ট্রেনের গতি লুকানো হচ্ছে', রেল দুর্ঘটনা নিয়ে ভারতীয় রেলকেই দুষলেন দেবাংশু

রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন দেবাংশু। শুক্রবার জলপাইগুড়িতে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। 'জীবনের ঝুঁকি নেয়ে তৃণমূলের যুব কর্মীরা কাজ করেছে'। আহতদের সঙ্গে দেখা করে এমনটাই বললেন দেবাংশু।
 

Share this Video

রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন দেবাংশু। শুক্রবার জলপাইগুড়িতে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। 'জীবনের ঝুঁকি নেয়ে তৃণমূলের যুব কর্মীরা কাজ করেছে'। আহতদের সঙ্গে দেখা করে এমনটাই বললেন দেবাংশু। ট্রেনের গতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবাংশুর। 'ট্রেনের গতি লুকানো হচ্ছে', বললেন দেবাংশু। 'যাত্রাপথ নিরাপদ করুন' ভারতীয় রেলের কাছে অনুরোধ তাঁর। প্রসঙ্গত, শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতেই ঘটনাস্থলে যান তিনি। ঘটনাস্থল ঘুরে দেখেন রেলমন্ত্রী। 'ট্রেনের ইঞ্জিনেই কিছু ত্রুটি রয়েছে বলে অনুমান করা হচ্ছে,কীভাবে এই ত্রুটি ইঞ্জিনে এল তা পরীক্ষা করে দেখা হবে', এমনটাই জানালেন রেলমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, 'ইঞ্জিনকে পুরো কেটে কারণ খতিয়ে দেখে হবে, এর বাইরে ট্রেন লাইনচ্যূত হওয়ার বাকি সম্ভাবনাগুলোও খতিয়ে দেখা হচ্ছে'। তবে, প্রাথমিকভাবে ট্রেনের ইঞ্জিনে কিছু ত্রুটিকে চিহ্নিত করা গিয়েছে বলেই ময়নাগুড়িতে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় জানালেন রেলমন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালেও যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার পর থেকেই শোনা গিয়েছে দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল ৪০ কিলোমিটার। এই নিয়েই দেবাংশু বলেন তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছেন, দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল অনেকটাই বেশি। এই নিয়ে তিনি ভারতীয় রেলকে খোঁচা দিতেও ছাড়েননি। তিনি বলেন, 'ট্রেনের গতি লুকানো হচ্ছে'।

Related Video