'ওনার মনেও মমতা ব্যানার্জির ভক্তি রয়েছে এখনও' কার উদ্দেশ্যে বললেন দেবাংশু ভট্টাচার্য

২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভায় 'বিস্ফোরক' দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু বলেন, সুকান্ত মজুমদার তৃণমূলের শিক্ষক সংগঠন করত। 'আমাদের হয়ে অনেক মিটিং মিছিল করত'। 'তাকে বিজেপি একদিন টিকিট দিল, জিতে রাজ্য সভাপতি হলেন'। 'বিজেপি যদি টিকিট না দিত রাজ্য সভাপতি হত না'। 'ওনার মনেও মমতা ব্যানার্জির ভক্তি রয়েছে এখনও'। 'হনুমান যেমন বুক চিড়ে রাম-সীতা দেখিয়েছিল, তিনিও যদি বুক চিড়ে দেখান, সেখানে মমতাই আছেন'।

Share this Video

২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভায় 'বিস্ফোরক' দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু বলেন, সুকান্ত মজুমদার তৃণমূলের শিক্ষক সংগঠন করত। 'আমাদের হয়ে অনেক মিটিং মিছিল করত'। 'তাকে বিজেপি একদিন টিকিট দিল, জিতে রাজ্য সভাপতি হলেন'। 'বিজেপি যদি টিকিট না দিত রাজ্য সভাপতি হত না'। 'ওনার মনেও মমতা ব্যানার্জির ভক্তি রয়েছে এখনও'। 'হনুমান যেমন বুক চিড়ে রাম-সীতা দেখিয়েছিল, তিনিও যদি বুক চিড়ে দেখান, সেখানে মমতাই আছেন'।

Related Video