জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ, উদ্ধার করল বনদপ্তর

জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। আর সেই হরিণকে বাগে আনতে 'কালঘাম' ছুটল বনকর্মীদের। ঘটনাটি মঙ্গলবার সকালে কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ ফরওয়ার্ড নগর সংলগ্ন এলাকার। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হরিণটি বেড়িয়ে লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা হরিণটিকে দেখে বনদপ্তরকে জানান। এর পর নেট দিয়ে হরিণটিকে ধরা হয়। হরিণটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া এনআইসি-তে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার পরে ফের জঙ্গলে ছাড়া হবে। 

/ Updated: Aug 09 2022, 01:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। আর সেই হরিণকে বাগে আনতে 'কালঘাম' ছুটল বনকর্মীদের। ঘটনাটি মঙ্গলবার সকালে কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ ফরওয়ার্ড নগর সংলগ্ন এলাকার। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হরিণটি বেড়িয়ে লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা হরিণটিকে দেখে বনদপ্তরকে জানান। এর পর নেট দিয়ে হরিণটিকে ধরা হয়। হরিণটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া এনআইসি-তে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার পরে ফের জঙ্গলে ছাড়া হবে।