Asianet News BanglaAsianet News Bangla

পেট্রোলের মূল্যবৃদ্ধি যেন শাপে বর, চাহিদা বাড়ছে সাইকেলের

এ যেন কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। পেট্রোলের দাম বাড়ায় নাজেহাল এখন সাধারণ মানুষ। জেলায় জেলায় পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে চলছে প্রতিবাদ। তাতেই যেন যেন শাপে বর হয়েছে সাইকেল ব্যবসায়ীদের। পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে চাহিদা বেড়েছে সাইকেলের। আচমকাই সাইকেলের বিক্রি বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন তাঁরা। সাধারণ মানুষও জানাচ্ছেন পেট্রোলের মূল্যবৃদ্ধি -র কারণেই তাদের বেছে নিতে হচ্ছে সাইকেল। আর এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরে।

Jul 27, 2021, 8:24 PM IST

এ যেন কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। পেট্রোলের দাম বাড়ায় নাজেহাল এখন সাধারণ মানুষ। জেলায় জেলায় পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে চলছে প্রতিবাদ। তাতেই যেন যেন শাপে বর হয়েছে সাইকেল ব্যবসায়ীদের। পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে চাহিদা বেড়েছে সাইকেলের। আচমকাই সাইকেলের বিক্রি বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন তাঁরা। সাধারণ মানুষও জানাচ্ছেন পেট্রোলের মূল্যবৃদ্ধি -র কারণেই তাদের বেছে নিতে হচ্ছে সাইকেল। আর এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরে।