কারেন্ট চাই-জল চাই দাবি তুলে বিক্ষোভ, রাস্তায় নামলেন মহিলা থেকে শিশুরা

 আসানসোলের রাস্তায় মিছিল। মিছিলে পা মিলিয়েছে পড়ুয়ারা। সেখানেই দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে ভিড়ের মধ্যেই পড়ুয়ারা। তাও আবার স্কুল ড্রেস পরে। শুধু মিছিলই নয়। আসানসোলের ব্যস্ততম এলাকা ভগত সিং মোড়ে মাটিতে বসে রাস্তা অবরোধ ও করতে দেখা গেল তাদের। দাবি জল চাই, আলো চাই। আন্দোলনকারী তথা তৃণমূলীদের কথায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শামিল তারা। জল আলো বাচ্চা দের ও দরকার তাই তারাও আন্দোলনে শামীল হয়েছে। শুধু তাই নয়। আন্দোলনে শামিল মহিলারা জানান...দীর্ঘদিন ধরে আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কারখানার কর্মীদের বাড়িতে আলো নেই, জল নেই। বন্ধ পড়াশুনা। তাই কোভিড বিধি উপেক্ষা করে আন্দোলনে শামিল তারা। বলছেন জল না পেলেও মরতে হবে আর কোভিড না মানলেও মরতে হবে। তাই এত জমায়েত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কোভিড বিধি মানতে বলছেন এমনকি নাইট কারফু জারি করেছেন, কোভিডের কারণে স্কুল বন্ধ রেখেছেন সেখানে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে এই আন্দোলন, আর তাই নিয়েই এখন উঠেছে প্রশ্ন।

/ Updated: Aug 07 2021, 04:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 আসানসোলের রাস্তায় মিছিল। মিছিলে পা মিলিয়েছে পড়ুয়ারা। সেখানেই দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে ভিড়ের মধ্যেই পড়ুয়ারা। তাও আবার স্কুল ড্রেস পরে। শুধু মিছিলই নয়। আসানসোলের ব্যস্ততম এলাকা ভগত সিং মোড়ে মাটিতে বসে রাস্তা অবরোধ ও করতে দেখা গেল তাদের। দাবি জল চাই, আলো চাই। আন্দোলনকারী তথা তৃণমূলীদের কথায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শামিল তারা। জল আলো বাচ্চা দের ও দরকার তাই তারাও আন্দোলনে শামীল হয়েছে। শুধু তাই নয়। আন্দোলনে শামিল মহিলারা জানান...দীর্ঘদিন ধরে আসানসোলের বার্ন স্ট্যান্ডার্ড কারখানার কর্মীদের বাড়িতে আলো নেই, জল নেই। বন্ধ পড়াশুনা। তাই কোভিড বিধি উপেক্ষা করে আন্দোলনে শামিল তারা। বলছেন জল না পেলেও মরতে হবে আর কোভিড না মানলেও মরতে হবে। তাই এত জমায়েত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কোভিড বিধি মানতে বলছেন এমনকি নাইট কারফু জারি করেছেন, কোভিডের কারণে স্কুল বন্ধ রেখেছেন সেখানে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে এই আন্দোলন, আর তাই নিয়েই এখন উঠেছে প্রশ্ন।