দিল্লিতে বাঙালিদের ভিটেছাড়া করার প্রতিবাদে বিক্ষোভ বাংলাপক্ষ-র

দিল্লিতে বাঙালিদের ভিটেছাড়া করার প্রতিবাদ। প্রতিবাদে রাস্তায় নামলেন বাংলাপক্ষর সদস্যরা। 'সারা ভারতবর্ষে বাংলা ভাষাকে বিলুপ্ত করে দেওয়ার', দাবি বিক্ষোভকারীর। বাঙালি জাতিকে টিকিয়ে রাখতেই তাঁদের এই বিক্ষোভ বলেও জানান তিনি।

/ Updated: May 01 2022, 05:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দিল্লিতে বাঙালিদের ভিটেছাড়া করার প্রতিবাদ। প্রতিবাদে রাস্তায় নামলেন বাংলাপক্ষর সদস্যরা। 'সারা ভারতবর্ষে বাংলা ভাষাকে বিলুপ্ত করে দেওয়ার', দাবি বিক্ষোভকারীর। বাঙালি জাতিকে টিকিয়ে রাখতেই তাঁদের এই বিক্ষোভ বলেও জানান তিনি। মিছিল করে তাঁরা বাঙালিদের ওপর হাওয়া অন্যায়ের প্রতিবাদ করে। নন্দকুমার হাইরোড থেকে নন্দকুমার বাজার পর্যন্ত চলে বিক্ষোভ। দিল্লিতে হিন্দু বাঙালি ও মুসলমান বাঙালি  সবাইকে বাংলাদেশী দাগিয়ে ধরপাকড় ও ঘরদোর ভাঙা হল অবৈধ নির্মাণ বলে। এবার এরা যেমন দেখাবে, তেমনি দেখবে। বাংলার মাটিতে বহিরাগত ক্রিমিনালদের সব অবৈধ ঘর-বাড়ি দোকান সবকিছু আইন ও সংবিধান মেনে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার দাবিতে বাংলা পক্ষর  মিছিল নন্দকুমার হাইরোড থেকে নন্দকুমার বাজার পর্যন্ত। এর আগেও বাঙালিদের জন্য রাস্তায় নেমেছিলেন বাংলাপক্ষর সদস্যরা। এবার আবারও দিল্লিতে বাঙালিদের ওপর অত্যচারের প্রতিবাদে রাস্তায় নামল বাংলাপক্ষর সদস্যরা।