স্কুল-কলেজ খোলার দাবিতে দিনভর জেলায় জেলায় বিক্ষোভ
করোনা আবহে বন্ধ স্কুল-কলেজ। দোকান-বাজার খোলা থাকলেও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে পড়াশোনার। পুনরায় কলেজ-স্কুল খোলার দাবিতে প্রতিবাদ চলছে জেলায় জেলায়। সপ্তাহের প্রথম দিনেই দেখা গেল সেই একই ছবি।
করোনা আবহে বন্ধ স্কুল-কলেজ। দোকান-বাজার খোলা থাকলেও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে পড়াশোনার। পুনরায় কলেজ-স্কুল খোলার দাবিতে প্রতিবাদ চলছে জেলায় জেলায়। সপ্তাহের প্রথম দিনেই দেখা গেল সেই একই ছবি। স্কুল-কলেজ খোলার দাবিতে এয়ারপোর্ট ১নম্বর গেটের সামনে বিক্ষোভ। এসএফআই মিছিল করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানায়। বিক্ষোভের এই একই ছবি ধরা পড়ে বারাসাতে। বারাসাতে জেলাশাসক দপ্তর অভিযান চালায় এসএফআই কর্মীরা। সোমবার বারাসাত স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে জেলাশাসক দপ্তর পর্যন্ত স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয় ভারতীয় ছাত্র ফেডারেশন উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাদের দাবি, রাজ্য সরকারের জারি করা নির্দিষ্ট বিধি-নিষেধ অনুযায়ী সমস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে, এমনকি খোলা রয়েছে পানশালা। শুধুমাত্র পুরোপুরি বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দরজা খোলার দাবিতে প্রতিবাদ বিক্ষোভে দেখায় দেখায় তারাI পানিহাটি ট্রাফিক মোড়ের ছবিটাও এদিন ছিল একই। সেখানে ১৫ মিনিট রাস্তা অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। এদিনই অবশ্য স্কুল খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে বলে জানান তিনি।