শুরু হল সংস্কারের কাজ, ঢেকে ফেলা হল বর্ধমান স্টেশনের ভাঙা অংশ
গত শনিবার রাত আটটা নাগাদ ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ। স্টেশন চত্বরে তখন থিকথিক করছে ভিড়। তবে ভেঙে পড়া অংশে লোক না থাকায় অল্পের জন্য বড় রকমের বিপদ এড়ানো গেছে। এরপরেই স্টেশনের ভেঙে পড়া অংশ খুঁটিয়ে পরীক্ষা করেন রেলের স্ট্রাকচালার ইঞ্জিনিয়ার। তাদের পরামর্শেই মঙ্গলবার থেকে শুরু হল ভাঙা অংশ সংস্কারের কাজ। তার আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হল স্টেশন ।
গত শনিবার রাত আটটা নাগাদ ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ। স্টেশন চত্বরে তখন থিকথিক করছে ভিড়। তবে ভেঙে পড়া অংশে লোক না থাকায় অল্পের জন্য বড় রকমের বিপদ এড়ানো গেছে। এরপরেই স্টেশনের ভেঙে পড়া অংশ খুঁটিয়ে পরীক্ষা করেন রেলের স্ট্রাকচালার ইঞ্জিনিয়ার। তাদের পরামর্শেই মঙ্গলবার থেকে শুরু হল ভাঙা অংশ সংস্কারের কাজ। তার আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হল স্টেশন ।
আগেই ছাদ মেরামতির কাজ শুরু হয়েছিল স্টেশনে। চলছে সৌন্দর্যায়নও। তার মধ্যে গত শনিবার স্টেশনে ঢোকার মুখে ভেঙে পড়ে একটি ধুল বারান্দা। রেল সূত্রে জানা গেছে পুরনো বিল্ডিংটি সংস্কার হয়নি, প্লাস্টার করে কেবল রঙ করা হয়েছিল। প্রয়োজনে বিল্ডিংটি ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হতে পারে।